Our Prayer

The school prayer represents our shared values and aspirations. it inspires unity, pride and sense of belonging among students, teachers and alumni.


আমাদের এই কাকলি বিদ্যামন্দিরে,
গাহি মোরা সবে ঐক্যতান।
ছোট বড় নেই নেই ভেদাভেদ -
মিলেমিশে হবো এক প্রাণ
কাকলি থেকেই পেয়েছি আমরা
নবজীবনের নবদিশা,
জ্ঞানের আলোকে দূর হয়ে গেছে
সবার মনের অমানিশা।


পিতা-মাতার আশীষ সাথে
শিক্ষিকাদের আশীর্বাদ -
হোক না যতই বন্ধুর পথ
করবে মোদের পরিত্রান।।


অংক ভূগোল বিজ্ঞান মাঝে
জড়িয়ে রয়েছে কত স্মৃতি -
বকুনির সাথে স্নেহমাখা মুখ
ভালোবাসা আর কত প্রীতি।


বিদ্যাসাগর বিবেকানন্দ
বীর নেতাজীর এই দেশে ।
এসেছে বিনয় , বাদল -দীনেশ
বীর ক্ষুদিরাম শিশুর বেশে -
তাদের পথেই চলব মোরা,
রাখবো বিদ্যালয়ের মান ।


ছোট বড় নেই , নেই ভেদাভেদ
মিলেমিশে হব এক প্রাণ।।